সাতক্ষীরায় সর্দি জ্বর-শ্বাসকষ্টে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২০, ১৭:৩১

সাতক্ষীরা শহরের রেজিস্ট্রি অফিসপাড়ায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি মারা যান।

তার পারিবারিক সূত্র জানিয়েছে, সাত দিনেরও বেশি সময় ধরে জ্বরে ভোগার পর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মারা যান তিনি।

তবে সিভিল সার্জন বলেছেন, মৃত্যুর পর কয়েক ঘণ্টা পার হলেও স্বাস্থ্য বিভাগকে তা জানানো হয়নি।

পরিবারের পক্ষ থেকে পুলিশকে বলা হয়েছে, হৃদরোগজনিত কারণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।

এদিকে সাতক্ষীরায় সর্দি, কাশি ও জ্বরে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে। অন্যরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের নারায়ণপুর গ্রামের এক কলেজছাত্র, তালা উপজেলার পাটকেলঘটা বাজারের এক নৈশপ্রহরী, আশাশুনির কাকবাসিয়া গ্রামের এক কলেজ প্রভাষক ও কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের এক গৃহবধূ।

তবে তাদের কারও রক্তে করোনাভাইরাস ধরা পড়েনি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :