বড়লেখায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২০, ১৮:৫৫ | আপডেট: ২৪ এপ্রিল ২০২০, ১৮:৫৭

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস

মৌলভীবাজারের বড়লেখায় করোনা উপসর্গ  নিয়ে আব্দুল জব্বার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির গাংকুল গ্রামে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার  সন্ধ্যায় সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা গেছে, আব্দুল জব্বার দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন। গত দুদিন আগে তার জ্বর আসে। বৃহস্পতিবার সকালে জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট ও বুকব্যাথা বেড়ে গেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে  তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আবার সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানে চিকি‌ৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শহীদ শামসু‌দ্দিন হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসক সুশান্ত কুমার মহাপাত্র জানান, মৃত ব্যক্তি ক‌রোনাভাইরাস আক্রান্ত কিনা তা জানতে নমুনা সংগ্রহ ক‌রা হয়েছে।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রত্নদ্বীপ বিশ্বাস বলেন, ‘আব্দুল জব্বারের শরীরে কিছু উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে সতর্কতার অংশ হিসেবে তার লাশ নিয়মানুযায়ী দাফন করা হবে। তার বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করার প্রস্তুতি চলছে।’

ঢাকাটাইমস/২৪এপ্রিল/পিএল