ভৈরবে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২০, ২০:২৬

করোনাভাইরাস প্রাদুর্ভাবে শ্রমিক সংকটের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী কৃষকদের ধান কেটে দিলেন হাজী আসমত কলেজ শাখার ছাত্রলীগ ও সাদেকপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার সকালে হাজী আসমত কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি মেহেদী রিয়াদ, সাদেকপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফখরুল আমিন শেখ, সাধারণ সম্পাদক রকিব কর্তা, যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশের নেতৃত্বে সাদেকপুর ইউনিয়ন এলাকার মৌটুপী খালপাড়ের ইসমাইল মিয়ার ১৫ শতাংশ জমির ধান, বড় বাড়ির কাসেম মিয়ার ৫ শতাংশ জমির বাদাম ক্ষেত থেকে তুলে কৃষকের বাড়িতে পৌঁছে দেন তারা।

হাজী আসমত কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মেহেদি রিয়াদ জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের দুঃসময়ে শ্রমিক সংকট থাকায় কৃষকের জমির ধান কেটে দেয়ার সিদ্ধান্ত নেয়। তারই অংশ হিসেবে আজকে দুজন কৃষকের জমির ধান ও বাদাম তুলে বাড়িতে পৌঁছে দিয়েছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :