শরীয়তপুরে কালবৈশাখী ঝড়ে দুজন নিহত

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২০, ২০:৩৯

শরীয়তপুর জেলার ছয়টি উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার দুপুর ১টার দিকে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে দুজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধশতাধিক বাড়িঘর ও ফসল।

নড়িয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, একই উপজেলার ঝপসা ইউনিয়নে জাকিরখার কান্দি গ্রামের কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছের ডালা পড়ে গুরুতর আহত হন জহির আকন্দ(৬০)। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে নড়িয়া পৌরসভার ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে। ফতেজংগপুর বাজারে চারটি দোকান ঘর উড়িয়ে নিয়ে গেছে। ভেদেরগঞ্জ উপজেলার চরবাগা ইউনিয়নের মনাই হাওলাদারের কান্দি গ্রামের সাহেব আলীর গাজীর ছেলে সালাউদ্দীন (২২) বন্ধুদের নিয়ে পদ্মানদীতে মাছ ধরতে যান। দুপুরে বজ্রপাতের শিকার হলে তাকে উদ্ধার করে পাশের নড়িয়া উপজেলা ঘড়িষার বাজারে হাসপাতালে নিয়ে গেলে মারা যান।

অন্যদিকে জাজিরা উপজেলার পলেচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঝিনু মার্কেটের পল্লীচিকিৎসক ওহাব আলী জানান, আমাদের গ্রামে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে গাছের ডালা পড়ে অনেক বাড়িঘরসহ বিদুৎ তার ছিঁড়ে ক্ষতি হয়েছে। এছাড়া মীর্জা হরযত আলী উচ্চ বিদ্যালয়ের টিনের ঘরটি ও গরম বাজারে দোকানঘর উড়িয়ে নিয়ে গেছে । এদিকে শিলাবৃষ্টি পড়ে চরঅঞ্চলের শত শত মন বোর ধান নষ্ট হয়েছে।

জাজিরা উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়েছি কালবৈশাখী ঝড়ে মানুষের কিছু ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের নামের তালিকা করে জেলা প্রশাসনের কাছে পাঠাবো।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :