শেরপুরে সরকারি চালসহ ব্যবসায়ী আটক

প্রকাশ | ২৫ এপ্রিল ২০২০, ১৫:৩৮ | আপডেট: ২৫ এপ্রিল ২০২০, ১৬:০০

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

শেরপুরের নকলায় সরকারি ভিজিডি কর্মসূচির ১০ বস্তা চালসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় দুঃস্থদের জন্য বরাদ্দকৃত চাল উত্তোলনের ১০টি কার্ডও উদ্ধার হয়। শুক্রবার রাত ৮টায় উপজেলার ৭ নম্বর টালকী ইউনিয়নের পোয়াভাগ মজিদবাড়ী এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। আটক ব্যবসায়ীর নাম বাক্কার আলী।

এলাকাবাসী জানায়, শুক্রবার বিকালে মজিদবাড়ী এলাকায় ভিজিডি কর্মসূচির সরকারি চাল পাচারকারি সন্দেহে বাক্কার আলীকে ১০ বস্তা চালসহ আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশের কাছে  খবর দেয়া হয়। এ খবর পেয়ে রাত ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তারা চালসহ দুঃস্থদের জন্য বরাদ্দকৃত ১০টি চাল উত্তোলনের কার্ড জব্দ করেন এবং অভিযুক্ত ব্যবসায়ী বাক্কার আলীকে আটক করেন।

এছাড়া ঘটনার সময় টালকি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার সুলতাল মিয়া জব্দকৃত চালের গাড়ির পেছনে আসতে থাকায় স্থানীয় লোকজন তাকেও আটক করে গণধোলাই দেয়। অবস্থা বেগতিক দেখে ওই মেম্বার একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ওই মোটরসাইকেলটিও জব্দ করে।

আটক বাক্কার আলী দাবি করেন, উদ্ধারকৃত চালগুলো তিনি দুস্থদের কাছ থেকে কিনেছেন। দুস্থ ব্যক্তিরা কার্ডের মাধ্যমে চাল উত্তোলন করে তার কাছে বিক্রি করে ঢাকায় চলে গেছেন। ১৯ এপ্রিল ওই চালগুলো সংগ্রহ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি কক্ষে রেখে আসেন। শুক্রবার ওই চালগুলো নিয়ে আসেন। এ বিষয়টি ইউনিয়ন পরিষদ সচিব এবং চৌকিদার জানেন।

এ বিষয়ে জানতে ইউনিয়ন পরিষদ সচিব আবুল বাসারের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে বেশ কয়েকবার রিং হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে ১০ বস্তা চাল উদ্ধারের ঘটনায় ৭ নম্বর টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামানের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শাহ চাল উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিয়মিত মামলা করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/কেএম)