লাকসামে দুই সহোদরের করোনা শনাক্ত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২০, ১৬:৪২

কুমিল্লার লাকসামে এবার দুই সহোদর করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে এই উপজেলায় এক মসজিদের মুয়াজ্জিনসহ আরও দুইজন আক্রান্ত হয়েছিলেন। এবার এই দুই সহোদরসহ জেলায় মোট ৪৬ জন ব্যক্তি করোনায় শনাক্ত। কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, লাকসামে নতুন করোনায় শনাক্ত হওয়া ব্যক্তিরা দুই সহোদর। তারা দুই ভাই সম্প্রতি নোয়াখালীর চৌমহনী থেকে এসেছেন। সেখানে করোনায় আক্রান্ত এক মৃত ব্যক্তির সংস্পর্শে ছিলেন। তাদের বাড়ি লাকসাম পৌরশহরের দক্ষিণ লাকসাম সাহা পাড়া এলাকায়। এ নিয়ে লাকসামে সর্বমোট আক্রান্তের সংখ্যা চার জনে দাঁড়লো। আক্রান্তদের পরিবারের বাকি সদস্যদেরও নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল আলী জানান, দুই সহোদর চৌমুহনীতে একটি ফার্মে চাকুরি করতেন। এক সপ্তাহ আগে ওই ফার্মের এক সহকর্মী করোনা আক্রান্ত হওয়ার পর দুই সহোদরের মধ্যে এক ভাই লাকসাম চলে আসেন। এরই মধ্যে করোনা আক্রান্ত সহকর্মী মারা গেলে গত বুধবার (২২ এপ্রিল) রাতে অন্য ভাইও বাড়িতে চলে আসেন। তারা দুই ভাই করোনায় মৃত ব্যক্তির সংস্পর্শে থাকার খবর পেয়ে ওইদিন রাতেই স্থানীয় প্রশাসন তাদের বাড়িসহ আশপাশের তিনটি বাড়ি লকডাউন করে। পরদিন বৃহস্পতিবার সকালে তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। ২৫ এপ্রিল শনিবার সকালে আইইডিসিআর-এর পাঠানো রিপোর্টে তাদের করোনা ফলাফল পজিটিভ আসে।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :