গানম্যানের গুলিতে নিহত মহিমের পরিবারের পাশে মন্ত্রী

প্রকাশ | ২৫ এপ্রিল ২০২০, ১৭:১৯ | আপডেট: ২৫ এপ্রিল ২০২০, ১৭:২৪

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের গানম্যান এএসআই  কিশোর চন্দ্র সরকারের পিস্তলের গুলিতে নিহত মহিমের পরিবারকে নগদ এক লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি। শনিবার দুপুরে উপজেলার কালিয়াকৈর বাসস্টেশনে অনুষ্ঠিত এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মহিমের স্ত্রী পারভিন আক্তারের হাতে এ অনুদান তুলে দেন মন্ত্রী আকম  মোজাম্মেল হক।

এর আগে ওই একই ঘটনায় নিহত শহীদের পরিবারকে ৫০ হাজার টাকা অুনদান দিয়েছেন কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সেলিম আজাদ।

নিহত শহীদের বাড়ি কালিয়াকৈর উপজেলার সীমানাবর্তী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগানা গ্রামে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মহিমও ওই একই গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রসঙ্গত, ১৬ এপ্রিল রাতে কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের গানম্যান এএসআই  কিশোর চন্দ্র সরকারের পিস্তলের গুলিতে শহীদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন ও মহিম উদ্দিন মারাত্মক আহত হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ এপ্রিল গভীর রাতে মহিম মারা যান।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/এলএ)