কাপাসিয়ায় করোনার উপসর্গ নিয়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২০, ১৮:০৭

গাজীপুর কাপাসিয়ায় করোনার উপসর্গ নিয়ে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মাওলানা নূরে আলম। উপজেলার সনমানিয়া এলাকার ডা. আবদুল আজিজের ছেলে মাওলানা নূরে আলম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। ভোরে তার মৃত্যু হয়।

এলাকার কোন মানুষ এগিয়ে না আসায় কাপাসিয়া থেকে ইসলামিক ফাউন্ডেশনের তিনজন গিয়ে দাফন কার্যক্রম সম্পন্ন করেন। স্বাস্থ্য বিভাগের লোকজন গিয়ে নূরে আলমের বাড়ির লোকজনের নমুনা সংগ্রহ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন গাজীপুর জেলা সুপারভাইজার হারিছুল হক জানান, আমরা নূরে আলমের বাড়িতে গিয়ে গোসল করিয়ে দাফন সম্পন্ন করেছি। আমার সাথে ছিল ইসলামিক ফাউন্ডেশন কাপাসিয়া উপজেলা মডেল কেয়ারটেকার আলী হোসেন ও সাধারণ কেয়ারটেকার জয়নাল আবেদীন।

সনমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, নূরে আলম আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি একটি কওমি মাদ্রাসার শিক্ষক ছিলেন।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :