ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২০, ২১:৩৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কফিল উদ্দিন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে গফরগাঁও উপজেলার পাগলা থানার বিরই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান জানান, কফিল উদ্দিন গাছ কাটা শ্রমিক হিসেবে কাজ করতেন। দুপুরে বিরই ফাজিল মাদরাসা সংলগ্ন সড়কের পাশে বিদ্যুৎ লাইনের কাছে একটি জাম গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে।

অপরদিকে জেলার নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাদেমুল ইসলাম (২৩) নামে এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুপুরে নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের বিরাশি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক ওই গ্রামের মৃত আব্দুল কদ্দুসের ছেলে।

দুপুরে খাদেমুল ইসলাম নিজ বাড়িতে বিদ্যুৎ লাইনের সংস্কার কাজ করছিলেন। এসময় ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় সে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাশের গফরগাঁও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :