জামালপুরে চার চিকিৎসকসহ আটজন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২০, ২১:৪৯

জামালপুরে চারজন চিকিৎসক, একজন নার্স ও তিনজন পুলিশ সদস্যসহ মোট আটজনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪৪ জন। এদের মধ্যে ছয় চিকিৎসকসহ ১৮ জনই স্বাস্থ্যকর্মী।

নতুন আক্রান্তরা হলেন- শেখ হাসিনা মেডিকেল কলেজের দুজন সহকারী অধ্যাপক, সদরের ইটাইল উপস্বাস্থ্য কেন্দ্রের একজন পুরুষ মেডিকেল অফিসার এবং ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী মেডিকেল অফিসার, জামালপুর জেনারেল হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স, জেলা পুলিশের বিশেষ শাখার একজন এসআই এবং পুলিশ সুপার কার্যালয়ের দুজন কনস্টেবল।

এ নিয়ে জামালপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সর্বমোট ৪৪ জন।

এর মাঝে দুই নারী মারা যাওয়ার পর তাদের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া ঢাকা থেকে আগত দেওয়ানগঞ্জের দুলাল মিয়া ময়মনসিংহ এস কে করোনা হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল রাতে মারা যান। চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং পাঁচজন আক্রান্ত রোগী হোম আইসোলেশনে রয়েছেন। বর্তমানে ২৩ জন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

নতুন আক্রান্ত রোগীদের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসাপাতালের আইসোলেশনে আনার প্রক্রিয়া চলছে বলে জানান ডেপুটি সিভিল সার্জন।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :