‘নৈতিক দায়িত্ব থেকে অসহায় পরিবারগুলোর পাশে আছি’

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২০, ২২:০৬

নড়াইলের সিঙ্গাশোলপুর এলাকায় দেড় হাজার অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাজী মুশফিকুর রহমান। ব্যক্তিগত অর্থায়নে চাল, ডাল, আলু, লবণ, তেলসহ অন্যান্য জিনিসপত্র দিয়েছেন তিনি। শুক্রবার বিকাল থেকে শনিবার সকাল পর্যন্ত এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া জেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের জন্য পিপিই দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, দপ্তর সম্পাদক ফিরোজ শেখ, জেলা ছাত্রলীগ সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী মারফিকুর রহমান প্রমুখ।

করোনাভাইরাসের এই কঠিন সময়ে খাদ্যসামগ্রী পেয়ে খুশি হন অসহায় দেড় হাজার পরিবার।

স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মুশফিকুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে যে যার অবস্থান থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। আমিও সেই দায়িত্ববোধের আলোকে আমার জন্মস্থান নড়াইলের সিঙ্গাশোলপুর এলাকার দেড় হাজার অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছি।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :