রোজা রেখেও কৃষকদের ধান কেটে দিলো ছাত্রলীগ

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২০, ২৩:০০

ময়মনসিংহের গফরগাঁওয়ে রোজা রেখেও একাধিক কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার দুপুরে ও বিকালে গফরগাঁও ইউনিয়নের গফরগাঁও গ্রামের কৃষক মোস্তফা মিয়ার ৪২ শতাংশ এবং একই গ্রামের বিধাব বিউটি বেগমের ২১ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

গফরগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডলের নেতৃত্বে দুই গ্রুপে ৩০-৩৫ জন নেতাকর্মী ধান কাটা ও কৃষকের বাড়িতে ধান পৌঁছে দেয়ার কাজে অংশ নেন। এ সময় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক শরিফুল মন্ডল বলেন, করোনায় মানুষের সব ধরনের সমস্যায় পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মোতাবেক আমরা কৃষকের ধান কাটতে পেরে খুশি।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :