করোনা আক্রান্ত পুলিশ সদস্যকে ঢাকায় প্রেরণ

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২০, ২৩:৩১

ঢাকা থেকে করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় আসা পুলিশ সদস্য কাজী আতাউলকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইনে পাঠানো হয়েছে। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী। ওই পুলিশ সদস্য খোকসা উপজেলার ওসমানপুর ইঊনিয়নের ওসমানপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার রাতে করোনা আক্রান্ত ওই পুলিশ সদস্য ঢাকা থেকে মোটরসাইকেলে পালিয়ে খোকসায় এসেছিলেন। এরপর থেকে তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন।

খাকসা থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী জানান, পুলিশ বাহিনী করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছে। তাই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্যই করোনায় আক্রান্ত হচ্ছেন। এ জন্য কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতের নির্দেশে শনিবার দুপুরে ওই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কামরুজ্জামান সোহেল বলেন, রোগীর অবস্থা ঝুঁকির মধ্যে ছিল। তাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাকে ঢাকা পাঠানো হয়। তবে রোগীর ব্যক্তিগত ইচ্ছাতেই তাকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :