ঈদ পর্যন্ত অসহায়দের পাশে থাকার আশ্বাস যুবলীগ নেতার

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২০, ১৩:১৪ | আপডেট: ২৬ এপ্রিল ২০২০, ১৩:২০

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস

প্রতিদিন বিকাল হলেই খাদ্যসামগ্রী নিয়ে কর্মহীন অসহায়দের বাড়ি বাড়ি ছুটছেন নড়াইল জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান। করোনা পরিস্থিতি মোকাবিলায় গত ১৭ মার্চ থেকে শুরু করে  এ পর্যন্ত দুই হাজার জনকে খাদ্য সহায়তা দিয়েছেন তিনি। তার এই খাদ্য সহায়তা কার্যক্রম ঈদ পর্যন্ত চলবে বলে আশ্বাস দিয়েছেন এ নেতা।

যুবলীগের এই নেতা খাদ্য সহায়তা দিতে হট লাইনও চালু করেছেন। ০১৭৩১-৭১৮৫৮৩, ০১৯২৬-১২৫৪৩৩ এবং ০১৭৮৯-২৩৯২৩৯ নাম্বারে ফোন বা এসএমএস করলে নিরবে খাদ্যসামগ্রী পৌঁছে যাচ্ছে বাড়ি বাড়ি। এ কাজে প্রতিদিন ১০ থেকে ১৫ জন স্বেচ্ছাসেবী সাহায্য করছেন ওয়াহিদুজ্জামানকে।তার দেওয়া চাল, ডাল, তেল, আলু, সাবানসহ অন্যান্য জিনিসপত্র পেয়ে খুশি নড়াইলের অসহায় মানুষেরা।

যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান বলেন, ‘জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে কর্মহীনদের খাদ্য সহায়তা দিচ্ছি।প্রাথমিক পর্যায়ে ঈদুল ফিতর পর্যন্ত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী চালু রাখার আশা করছি।’

তিনি বলেন, ‘সারাদিন ফোন ও এসএমএস পাওয়ার পর বিকাল থেকে রাত অবধি খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে।’

ঢাকাটাইমস/২৬এপ্রিল/পিএল