পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন দরিদ্র মফিজুল

মমিনুল ইসলাম বাবু, কুড়িগ্রাম
 | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২০, ১৬:৪৩

করোনা পরিস্থিতির কারণে কাজ না থাকায় পরিবার নিয়ে মানবেতর জবিনযাপন করছে দরিদ্র দিনমজুর মফিজুল। কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বানিরখামার গ্রামের এ বাসিন্দার অভিযোগ, তিনি এখনও পর্যন্ত কোনো ত্রাণ পান নি।

সরেজমিনে গিয়ে জানা গেছে, মফিজুল ইসলাম তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে কোনোরকমে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। তিনি সারাদিন অন্যের জমিতে কাজ করে সংসার চালাত। করোনা পরিস্থিতির কারণে কাজে যেতে পারছেন না তিনি। তার নিজের কোনো আবাদি জমিো নেই। এ অবস্থায় তার কোনো খোঁজ নেননি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারা ।

মফিজুল কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘করোনাভাইরাসের কারনে কাজ নেই। সুদের উপরে টাকা নিয়ে কোনোরকমে ছেলে মেয়েদের নিয়ে খেয়ে না খেয়ে বেঁচে আছি। ভাগ্যে জোটে নি ভিজিডি কার্ড, রেশন কার্ড ও এাণ। সরকারে কাছে আকুল আবেদন আমার বাচ্চাদের যেন দেখে।’

এ ব্যাপারে কথা বলার জন্য ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমানকে ফোন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ফোন ধরেননি।

ঢাকাটাইমস/২৬এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :