বড়লেখায় প্রথম করোনা রোগী শনাক্ত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২০, ১৯:৪৭

মৌলভীবাজারের বড়লেখায় প্রথম একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির বয়স ৩৫। তার বাড়ি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির কাশেমনগর গ্রামে। শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।

সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ওই ব্যক্তির চিকিৎসা চলছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুশান্ত মহাপাত্র জানান, করোনায় আক্রান্ত ওই ব্যক্তি জ্বর-কাশিসহ অন্যান্য উপসর্গ নিয়ে গত ২০ এপ্রিল এ হাসপাতালে ভর্তি হন। এরপর তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। বিষয়টি বড়লেখা উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা রত্নদীপ বিশ্বাস জানান, আক্রান্ত ওই ব্যক্তির রিপোর্ট পাওয়ার পরই শনিবার রাত পৌনে ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ওই গ্রামে যান। পরে স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় গ্রামটি লকডাউন করেছেন।

ঢাকাটাইমস/২৬এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :