লক্ষ্মীপুরে করোনার উপসর্গ নিয়ে শিশুসহ দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
 | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২০, ২২:৫৫

লক্ষ্মীপুরে রামগতি ও কমলনগরে করোনা উপসর্গ নিয়ে চার বছরের এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে জ্বর-কাশি ও সর্দি নিয়ে কমলনগর উপজেলার চরপাগলা এলাকায় চার বছর বয়সের এক শিশু ও রামগতির বালুরচর এলাকায় ৩০ বছর বয়সের এক যুবক নিজ বাড়িতে মারা যান। পরে করোনা সন্দেহে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। লকডাউন করা হয়েছে দুটি বাড়ি।

জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা সন্দেহে শিশু ও যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে। চার বছর বয়সের শিশু ও ওই যুবক কয়েক দিন ধরে জ্বর,সর্দি ও কাশি নিয়ে ভুগছেন। সকালে নিজ বাড়িতে তারা দুজনই মারা যায়। সামাজিক সুরক্ষা মেনে তাদের দাফন করা হয়। এছাড়া নিহতের দুই বাড়ি লকডাউন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :