প্লাজমা থেরাপি দিয়ে করোনা দমন করছে ভারত

স্বাস্থ্য ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৪:৪৪ | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২০, ১৪:১৬

করোনাভারাইস আক্রান্তদের প্লাজমা থেরাপির প্রয়োগ সফল হল ভারতের দিল্লিতে। সুস্থ হয়ে উঠলেন রোগী। এই প্রথম করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপিতে সাফল্য পেল ভারত।

দিল্লির সাকেতে ম্যাক্স হাসপাতালে সেরে উঠছেন রোগী। তাকে ভেন্টিলেটর থেকে বের করে আনা হয়েছ।

প্লাজমা থেরাপি করোনা ভাইরাসের চিকিৎসায় প্লাজমা থেরাপি শুরু করেছে আমেরিকা। তাতে তারা সাফল্যও পেয়েছিল। এতে করোনা আক্রান্ত রোগী সেরে ওঠার পর তার রক্তের প্লাজমা অন্য আক্রান্ত রোগীর শরীরে প্রবেশ করিয়ে অ্যান্টিবডি তৈরি করা হয়। তাতে করোনা দমন করা সম্ভব হয়। এমনই মনে করছেন চিকিৎসকরা।

আমেরিকার চিকিৎসকরা ইতিমধ্যেই এই পদ্ধতি ব্যবহার করে সাফল্য পেয়েছেন। ভারতেও এবার শুরু হল সেই থেরাপি। প্লাজমা থেরাপিতে সাফল্য দেশে এই প্রথম করোনা আক্রান্ত রোগীর শরীরে প্লাজমা থেরাপি সাফল্য পেল। সেরে উঠছেন দিল্লির সাকেতে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগী। তার ভেন্টিলেটর খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত কয়েকদিন ধরেই তার অবস্থার অবনতি হচ্ছিল। কিন্তু প্লাজমা থেরাপি প্রয়োগ করার পরেই অবস্থার উন্নতি হতে শুরু করে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবারের লোকেরাই প্লাজমা সংগ্রহের ব্যবস্থা করে গিয়েছিলেন।

করোনা সংক্রমণ বাড়ছে গোটা দেশেই করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে চিকিৎসার খোঁজে হন্যে হয়ে উঠেছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে প্লাজমা থেরাপি নতুন করে আশার আলো দেখাচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত কয়েকদিন ধরেই প্লাজমা থেরাপির কথা বলে চলেছেন। এর জন্য করোনায় সেরে ওঠা রোগীদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এজেড)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

করোনায় ধূমপায়ীদের মৃত্যু হার ৩ গুণ বেশি: গবেষণা

বিদায়ী উপাচার্যের অনিয়ম-দুর্নীতির প্রশ্নে যা বললেন ডা. দীন মোহাম্মদ

বিএসএমএমইউতে নতুন উপাচার্যকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি  

অ্যানেস্থেসিয়ায় হ্যালোথেন ব্যবহার বন্ধ করতে বললো স্বাস্থ্য সেবা বিভাগ, কেন এ নির্দেশ?

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় বাদাম!

স্বাধীনতা দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্ব যক্ষ্মা দিবসে জানুন সংক্রামক এ রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত

মৃগী রোগ সম্পর্কে কতটা জানেন? এর লক্ষণ আর চিকিৎসাই বা কী?

এক যুগ আগেই জানা যাবে আপনি মূত্রাশয়ের ক্যানসারে আক্রান্ত কি না

কীভাবে চিনবেন প্রাণঘাতী অগ্ন্যাশয়ের ক্যানসার? বাঁচতে হলে জানুন

এই বিভাগের সব খবর

শিরোনাম :