করোনাভাইরাসের দাওয়াই করোনা ফুল!

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৪:৩৭ | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২০, ১৪:৩৪

ফুলটি দেখতে রীতিমতো করোনাভাইরাসের মতো। রঙ, রূপ হুবহু মিল। এই ফুল ফোটে ভারতে। দেশটির দক্ষিণ ছত্তিশগড়ের বস্তারে গেলে ফুলটির দেখা মেলে।

আদিবাসী প্রধান ওই এলাকার মানুষের কাছে ফুলটি গুরুত্ব বহন করে। বর্তমানে এই ফুল দেখলেই অনেকেই কোভিড-১৯-এর কথা মনে করেন।

ফুলটি মেলাস্টোমের পরিবারের অন্তর্ভুক্ত। এই প্রজাতির ফুল আর্দ্র এবং হিউমাস সমৃদ্ধ মাটিতে বৃদ্ধি পায়।

উদ্ভিদবিদরা বলছেন, এই ধরনের গাছ দেখতে পাওয়া যায় শ্রীলঙ্কাতেও। তবে বস্তারের চিত্রকোটের মাটনার উপত্যকা ছাড়াও দাক্ষিণাত্যেও এর দেখা মেলে।

বস্তারের স্থানীয় আদিবাসীরা এর নাম দিয়েছেন আল্লি।

আদিবাসী জীবনে উপযোগিতা আয়ুর্বেদে এর নানা গুণ রয়েছে। পাতার রস পেট খারাপ সারাতে ভাল কাজ করে। এর ফলের রস হজমের সমস্যা দূর করে। গাছের ছাল ক্ষতস্থানে দেওয়া যায়। ফুল ও পাতার নির্যাস রস হিসেবেও ব্যবহার করা হয়। আদিবাসীরা নানাবিধ রোগের দাওয়াই হিসেবে ফুলটি যুগ যুগ ধরে ব্যবহার করে আসছে। এখন দেখার বিষয় এই ফুলের ব্যবহারে করোনা রোগ সারে কি না!

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :