ঘাটাইলে খাদ্য সহায়তার দাবিতে সড়ক অবরোধ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২০, ১৫:৪৩

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষজন সরকারি খাদ্য সহায়তা না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সোমবার সকালে দেড় ঘণ্টাব্যাপী শত শত নারী-পুরুষ টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে ঘাটাইলের পোড়াবাড়ি নামক স্থানে মহাসড়কে বিক্ষোভ করেন। পরে উপজেলা চেয়ারম্যান, ইউএনও এবং ইউপি চেয়ারম্যানের খাদ্যসহায়তার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

পথচারী জাহিদ হাসান, স্থানীয় তরুণ মাজেদসহ অনেকে জানান, বিক্ষোভকারীরা তাদের অসহায়ত্বের কথা উল্লেখ করে দ্রুত ত্রাণ সহায়তার দাবি জানান। খবর পেয়ে থানা পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয়ে তাদের বুঝিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন। তিনি তাদের দ্রুত খাদ্য সহায়তা দেয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, ওসি মাকসুদুল আলম ও দেউলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম একাত্মতা ঘোষণা করে বিক্ষুব্ধদের ত্রাণ সহায়তার আশ্বাস দেন।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :