চীনা বিশেষজ্ঞকে ‘ধন্যবাদ’ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর চিঠি

প্রকাশ | ২৭ এপ্রিল ২০২০, ১৫:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বৈশ্বিক মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস প্রতিরোধে করণীয় নিয়ে বাংলাদেশি চিকিৎসকদের অনলাইনে পরামর্শ দিয়েছেন চীনের সংক্রমিত রোগ বিভাগের বিশেষজ্ঞ চাং উন হোং। সেই ভার্চুয়াল পরামর্শ করোনা মোকাবিলায় বাংলাদেশ বেশ উপকৃত হয়েছে জানিয়ে তাকে চিঠিতে ধন্যবাদ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  
সোমবার ঢাকাস্থ চীনা দূতাবাস এক বার্তায় এই তথ্য জানায়।
বার্তায় জানানো হয়, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী চীনের সংক্রমিত রোগ বিভাগের বিশেষজ্ঞ চাং উন হোং কে এক চিঠিতে ধন্যবাদ জানিয়েছেন।
জাহিদ মালেক চিঠিতে লিখেন, অনলাইনে  বিশেষজ্ঞ চাং উন হোং এর সেশনটি বেশ ফলদায়ক এবং মূল্যবান ছিল। তিনি বিশ্বাস করেন করোনা ইস্যুতে বাংলাদেশি চিকিৎসকরা ব্যাপকভাবে চাং উন হোং এর শেয়ার করা পরামর্শে উপকৃত হয়েছেন।
গত ৮ এপ্রিল চীনের শাংহাইয়ের হুয়াশান হাসপাতালের বিশেষজ্ঞ সংক্রমিত রোগ বিভাগের পরিচালক চাং উন হোং মহামারি নিয়ে বাংলাদেশি চিকিৎসকদের প্রায় দেড় ঘণ্টার বেশি সময় নিয়ে করোনা নিয়ে চীনের সাফল্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ এই ইস্যুতে কিভাবে কাজ করতে পারেন সে বিষয়ে পরামর্শ দেন।
তিনি বাংলাদেশি চিকিৎসকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সেই ভার্চুয়াল অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও ছিলেন।   
চিঠিতে স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন, ‘সামনের দিনগুলোতে এই ধরণের জ্ঞানের বিনিময়ের মাধ্যমে আমরা কোভিড-১৯ ছাড়াও বিভিন্ন ধরণের সংক্রামক নিয়ে একসঙ্গে কাজ করতে পারব।’
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাস মোকাবিলায় বেশ সাফল্য দেখিয়েছে চীন। ইতিমধ্যে চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ের রাজধানী উহান থেকে লকডাউন প্রত্যাহার করা হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে ওই শহর থেকেই ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হলে গত ২৩ জানুয়ারি পুরো উহান লকডাউন করা হয়েছিল।
(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এনআই/এইচএফ)