পিরোজপুরে কর্মহীনদের পাশে ‘ড্রিম হ্যান্ডস ফাউন্ডেশন’

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২০, ১৬:১৫

করোনা পরিস্থিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় কর্মহীন শতাধিক পরিবারকে রোজার খাদ্যসামগ্রী দিয়েছে ড্রিম হ্যান্ডস ফাউন্ডেশন।

রবিবার সকাল থেকে ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই বাড়ি বাড়ি গিয়ে এ সামগ্রী বিতরণ করা হয়। রমজান দরিদ্রদের দুর্ভোগ লাঘবে সেহেরি ও ইফতারের জন্য খাদ্য সহায়তা দিল সংগঠনটি।

দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের নাগরিকদের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

করোনা পরিস্থিতিতে পিরোজপুর ছাড়াও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েকশ’ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে সংগঠনটি।

ড্রিম হ্যান্ডস ফাউন্ডেশনের সেক্রেটারি ও গণমাধ্যমকর্মী নিয়াজ মাখদুম জানান, খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ১৩টি আইটেম রয়েছে। প্রতিটি পরিবারে যাতে সব সদস্যদের নিয়ে সেহেরি ও ইফতার গ্রহণ করে নির্বিঘ্নে রোজা পালন করতে পারে-সেজন্য এই প্রয়াস।

নিম্ন ও মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ২০১৮ সালে সংগঠনের যাত্রা শুরু করে ড্রিম হ্যান্ডস ফাউন্ডেশন। কুয়েত প্রবাসী মো. আবু সালেহকে চেয়ারম্যান ও জার্মান প্রবাসী সুলাইমান আহসানকে ভাইস চেয়ারম্যান করা হয়। প্রতিষ্ঠার পর এ পর্যন্ত সহস্রাধিক পরিবারকে সহায়তা দিয়েছে সংগঠনটি।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :