কর্মহীনদের পাশে ‘সিএসআর উইন্ডো বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২০, ১৭:০৮

‘হাতে তৈরি খাবার নিয়ে পাশে আছি’ এই প্রত্যয় নিয়ে করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিএসআর উইন্ডো বাংলাদেশ’। যাদের ঘরে খাবার নেই, কেনার অর্থ নেই তাদের পাশে দাঁড়াতেই এই পরিকল্পনা গ্রহণ করেছে সংগঠনটি। প্রতিদিন ঘরের রান্না করা খাবার প্রায় ৫০ থেকে ১০০ অসহায় মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।

সংগঠনটি জানায়, গল্পের শুরুটা ‘কাইন্ডনেস ক্যাম্পেইন ফর করোনা’ শিরোনামে একটি উদ্যোগ থেকে। ‘ইপিলিয়ন’ গ্রুপের সহায়তায় দেশের পনেরটি জেলায় মাইকিং, লিফলেট ও পোস্টারিংয়ের মাধ্যমে আশি লাখ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি কর্মকান্ড, ‘আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডে’র সহায়তায় দেশের ২১টি জেলার দুই হাজার পরিবারের মাঝে খাদ্য উপহার পৌঁছানোসহ জেলায় জেলায় সামাজিক দূরত্ব সৃষ্টিতে দাগ আঁকা ও জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে দেয়ার মাধ্যমে বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেছে সিএসআর উইন্ডো বাংলাদেশ।

এবার রাজধানীতে বসবাসকারী অগণিত মানুষের মুখে হাসি ফোটানোর কাজ করতে হাতে তৈরি খাবার নিয়ে ‘পাশে আছি’ কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।

সংগঠনের সমন্বয়কারী আহসান রনি বলেন, ‘আমার, আপনার যাদের কিছুটা সামর্থ্য আছে, অন্তত থাকার জন্য মাথার ওপর একটা ছাদ আছে, অন্তত ১০ থেকে ১৫ দিনের খাবার নিয়ে যাদের ভাবতে হয় না তারা চাইলেই পারি এই পরিবর্তিত সময়ে তাদের পাশে দাঁড়াতে। যাদের প্রতি বেলার খাবার নিয়ে অনিশ্চয়তায় থাকতে হয়, এই ঝড় বাদলেও যাদের মাথার ওপর কোনো ছাউনি থাকেনা। তাই, করোনাকালীন এই দুর্যোগে এই বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে সামর্থে্যর মধ্যে আমরা একটি ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করেছি।‘

গাছের ডাক্তার খ্যাত আহসান রনি বলেন,‘সামর্থ্যবানরা তাদের প্রতিদিনের রান্নার সাথে আরও কয়েকজনের জন্য বেশি রান্না করে আমাদের ফোন করলে আমরা খাবারগুলো সংগ্রহ করছি। এরপর তা কাছাকাছি কোনো অভুক্ত পরিবারের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করছি।‘

দুর্দিনে কর্মহীন হয়ে পড়া এসব মানুষের পাশে দাঁড়ালে অতীতের মতো ভবিষ্যতে তারা দেশের অর্থনীতির চাকা ঘোরাবে বলে মনে করেন রনি। বলেন, ‘আমরা সামর্থ্যবানরা যদি এই সংকটকালে তাদের অন্তত একবেলা খাইয়ে বাঁচিয়ে রাখতে পারি তাহলে এরা আবার আমাদের জন্য ঘাম ঝড়াবে, দেশের অর্থনীতির চাকার হারানো গতি ফিরিয়ে আনবে, অমানিশা কাটিয়ে সুদিন ফিরাবে। আলো আসবেই।’

রনি জানান, ফুড শেয়ারিংয়ের এই পদ্ধতির মাধ্যমে সিএসআর উইন্ডো বাংলাদেশ-এর স্বেচ্ছাসেবকরা ঝড়, বৃষ্টি উপেক্ষা করে নিজেদেরকে নিরাপদে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় খুঁজে বের করছেন অসহায়-অভুক্ত মানুষ। রান্না করা খাদ্য উপহার সংগ্রহ করে অসহায় মানুষটির কাছে পৌঁছে দেয়ার পাশাপাশি তাদের মনে সাহস যুগিয়ে বলছেন ‘পাশে আছি’। আরও বেশি মানুষের মাঝে হাতে তৈরি খাবার পৌঁছে দেয়ার জন্য খাদ্য উপহার প্রস্তুতকারীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলে জানায় সংগঠনটি।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :