ঝিনাইদহে আরও চার করোনা রোগী শনাক্ত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২০, ১৭:১২

ঝিনাইদহে স্বাস্থ্য পরিদর্শকসহ আরও চার করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদর উপজেলার একজন, শৈলকূপার দুই জন এবং হরিণাকুণ্ডুর একজন। সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ৪০ টি নমুনার রিপোর্টের মধ্যে এ চার জনের পজিটিভ আসে।

ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটের মেডিকেল অফিসার প্রসেনজিৎ বিশ্বাস পার্থ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন চার জনসহ জেলায় মোট ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে তাদের বাড়ি লকডাউন করে জনসাধারণকে ঘরে রাখতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে জেলার হাট-বাজারগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নির্দেশনা। জনসমাগম সৃষ্টি করে মানুষ কেনা-বেচা করছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন সেলিনা বেগম জানান, করোনা মোকাবিলায় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ও সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে। তবে সংক্রমণ ঠেকাতে জনসচেতনতা ও ঘরে থাকার বিকল্প নেই।

এ বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বরত টহল কমান্ডার ক্যাপ্টেন তানজিমুল আনোয়ার বলেন, ‘আমরা সাধ্যমত চেষ্টা করছি সামাজিক দূরত্ব বজায় রাখতে। এরপরও মানুষ অযথা ঘর থেকে বের হচ্ছে। এই প্রবণতা দূর করে সকলে সচেতন হলেই রোধ করা সম্ভব এই করোনাভাইরাস।’

ঢাকাটাইমস/২৭এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :