সিরাজদিখানে করোনাকে জয় করে নিজ বাড়ি মা-ছেলে

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২০, ২০:৪৫

করোনাকে জয় করে নিজ বাড়ি ফিরেছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার আবিরপাড়া গ্রামের মা-ছেলে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টার থেকে রিলিজ দেওয়া হয় তাদের। মনের সাহস ও চিকিৎসকদের আন্তরিকতায় সুস্থ হয়েছে বলে জানান তারা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, গেল ১০ এপ্রিল উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের ৭০ বছরের ওই বৃদ্ধার শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। এর চার দিন পর তার ছেলে ও পুত্রবধূর শরীরেও করোনাভাইরাস ধরা পড়ে। এরপর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুই দফায় তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সোমবার সকালে আইইডিসিআর থেকে মা-ছেলের সুস্থ হওয়ার খবর জানায়। তবে ওই বৃদ্ধার পুত্রবধূ এখনও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

ঢাকাটাইমস/১২৭এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :