চিকিৎসক-নার্সদের সুরক্ষায় বিএমএর তিন প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২০, ২০:৫৭

করোনাভাইরাসে আক্রান্তদের যেসব হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, সেখানে কর্মরত চিকিৎসক, নার্সসহ সব স্বাস্থ্যকর্মীর জন্য সঠিক মানের পার্সোনাল প্রোটেকটন ইকুইপমেন্ট (পিপিই) ও মাস্ক সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ)। পাশাপাশি নন কোভিড হাসপাতালগুলোতেও উপযুক্ত পিপিই ও মাস্ক সরবরাহের প্রস্তাব করা হয়েছে।

সোমবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের কাছে মোট তিনটি প্রস্তাব জানানো হয়।

চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত অনেকেই কোভিড-১৯ এ আক্রান্তের হচ্ছেন জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনা যুদ্ধের সম্মুখ সারির যোদ্ধা চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট সহ সেবাদানকারীরা আশঙ্কাজনকভাবে করোনায় আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত ২৯৫ জন চিকিৎসক, ১১৬ জন নার্স ও ২৪৯ জন অনায়ন্য স্বাস্থ্যকর্মীসহ চিকিৎসাপেশায় নিয়োজিত মোট আক্রান্তের সংখ্যা ৬৬০ জন। যা দেশের মোট আক্রান্তের প্রায় ১১ শতাংশ।‘

চিকিৎসক এবং চিকিৎসাসেবাদানকারীর এভাবে আক্রান্ত হতে থাকলে আগামীতে দেশের চিকিৎসা সেবা ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আশঙ্কা প্রকাশ করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারে কাছে বিএমএ তিনটি প্রস্তাব দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দ্রুততম সময়ের মধ্যে কোভিড হাসপাতালে নিয়োজিত চিকিৎসক, নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীর জন্য সঠিক মানের পিপিই, এম-৯৫ মাস্ক বা সমমানের মাস্ক প্রদান করা।‘

করোনা ভাইরাস আক্রান্ত রোগী রাখা হচ্ছে না এমন হাসপাতালে ট্রায়াজ সিস্টেমের দাবি জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নন কোভিড হাসপাতালের প্রবেশ মুখে ‘ট্রায়াজ সিস্টেম’ চালি করে সেখানে কর্মরত সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত পিপিই, এন-৯৫ বা সমামানের মাস্ক প্রদান নিশ্চিত করা সময়ের দাবি।‘

এছাড়া চিকিৎসা সেবায় নিয়জিতদের সকল সরকারি বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আবাসন, প্রয়োজনীয় খাদ্য সরবরাহ, হাসপাতালের যাতায়াত নিশ্চিত করতে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রস্তাব করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

কেন বিপজ্জনক হয়ে উঠেছিল অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ

করোনায় ধূমপায়ীদের মৃত্যু হার ৩ গুণ বেশি: গবেষণা

বিদায়ী উপাচার্যের অনিয়ম-দুর্নীতির প্রশ্নে যা বললেন ডা. দীন মোহাম্মদ

বিএসএমএমইউতে নতুন উপাচার্যকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি  

এই বিভাগের সব খবর

শিরোনাম :