ফরিদপুরে দশ ব্যবসায়ীর জরিমানা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২০, ২১:৩৪

পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়ের দায়ে বোয়ালমারীতে তিন ব্যবসায়ী এবং আলফাডাঙ্গায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আরো সাত ব্যবসায়ীতে অর্থ দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালমারীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ এবং আলফাডাঙ্গায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদুর রহমান।

সাজাপ্রাপ্তরা হলেন- বোয়ালমারী পৌর বাজারের আদা ব্যবসায়ী হাসান মিয়া, লিয়াকত হোসেন, সাধনা স্টোরের মালিক শিব অধিকারী এবং আলফাডাঙ্গার চা বিক্রেতা স্বর্ণা, সাগর শেখ, স্যানাল কুমার বিশ্বাস, কালু শেখ, ইব্রাহিম শেখ, দাউদ মোল্লা, কামাল সিকদার।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায় বলেন, স্বাভাবিক দামের চেয়ে পণ্যের অধিক মূল্য নেওয়া এবং সরকারি নিষেধ অমান্য করার জন্য জেলার বোয়ালমারী ও আলফাডাঙ্গায় দশ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন, এই ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :