চাটমোহরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ১৪

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২০, ২১:৩৫

পাবনার চাটমোহরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও তার স্বজনদের মারধর মামলার ইউপি সদস্য ও বিএনপি নেতাসহ ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ইউপি সদস্য ইউনুস আলী, মোজাম্মেল হক শিকদার, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কফিল উদ্দিন ও তার ছেলে নয়ন হোসেন এবং আলতাব হোসেন, কফিল উদ্দিনের ভাই ঈশা প্রামানিক, আরাফাত হোসেন সম্রাট, টুকু প্রামানিক, জাহিদুল ইসলাম, আবুল হোসেন, আলামিন হোসেন, আলম হোসেন, আমিরুল ইসলাম ও তফেজ উদ্দিন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল ইসলাম জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তৌহিদুল ইসলাম পরশ ও তার স্বজনদের মারধর মামলার এজাহার নামীয় এ আসামিরা পলাতক ছিলেন। তাদের গ্রেপ্তরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, মারধরের ঘটনার পর ছাত্রলীগের এ নেতার বড় ভাই আবুল কালাম আজাদ ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন ও দুই গ্রাম পুলিশসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে গ্রাম পুলিশসহ মোট চার জনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। পরে তারা আদালত থেকে জামিনে মুক্ত হন।

ঢাকাটাইমস/২৭এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :