পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২০, ২২:৩৩

নীলফামারীর কিশোরগঞ্জে ঈদগাহ ময়দানের জমি নিয়ে সোমবার দুপুরে পুলিশ ও এলাকাবাসীর সংঘর্ষে থানার পরিদর্শক (তদন্ত)সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম, এসআই ওহাব হোসেন, গ্রামবাসীর মধ্যে তহি বেগম, ইলিয়াছ হোসেন, সাইফুল ইসলাম, ফিরোজ, ফারুক, মনির ও আনারুল ইসলাম। পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর গ্রামের তছলিম উদ্দিনের জমি সংক্রান্ত বিষয় নিয়ে ময়দান কমিটির লোকজনের সাথে বেলা ১১টার দিকে উত্তেজনা বিরাজ করে। তছলিম উদ্দিন ৯৯৯ ফোন করে। পুলিশ ঘটনাস্থলে গেলে ইলিয়াছ হোসেনের সাথে পুলিশের বচসা বাঁধে। এক পর্যায়ে পুলিশ তাকে ধাওয়া করলে সে নদীতে নামে। পুলিশও তার পিছু নিয়ে ইলিয়াছকে ধরে নদীর পানিতে নাকানি-চুবানি খাওয়ায়। স্বামীর এ ঘটনা দেখে স্ত্রী তহি বেগম এগিয়ে গেলে তাকেও পুলিশ এলোপাথারি মারপিট করে। তহি বেগমের রক্তক্ষরণ দেখে এলাকাবাসী পুলিশকে চারদিক থেকে ঘিরে ধরে। ঘটনাস্থলে থাকা এসআই ওহাব হোসেন পরিস্থিতি বেগতিক দেখে অতিরিক্ত পুলিশ চেয়ে থানায় খবর পাঠায়। পুলিশ গিয়ে এলাকাবাসীকে লাঠিচার্জ শুরু করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় পরিদর্শক (তদন্ত) মফিজুল, এসআই ওহাব হোসেনসহ ১০ জন আহত হয়।

এ ব্যাপারে কালিকাপুর ময়দান কমিটির সভাপতি চাঁদ চৌধুরী সংঘর্ষের ঘটনা স্বীকার করেন এবং পরিস্থিতি শান্তর জন্য সর্বাত্মক চেষ্টা করেন বলে জানান।

উপজেলা পরিষদ চেয়াম্যান আবুল কালাম বারি পাইলট জানান, ‘আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে আহত পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলামকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে তুলে দেই।’

কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ জানান, এলাকাবাসীর উত্তেজনা থামাতে গিয়ে পরিদর্শক (তদন্ত) আহত হন। বর্তমান ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সংঘর্ষের উস্কানিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :