নরসিংদীতে সাংবাদিকের ওপর হামলায় ২০ জনের বিরুদ্ধে মামলা

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২০, ২৩:৩৮

নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহত করার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার বিকালে হামলার শিকার হওয়া এসএ টিভির নরসিংদী প্রতিনিধি সজল ভূঁইয়া রায়পুরা থানায় এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন- আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল বাসার ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, চেয়ারম্যানের কর্মী রুবেল মৃধা, মোস্তাফিজ, সাব্বির, শরীফ আলী, জাহাঙ্গীর, তাজুল ইসলাম, জমির খান, সাদির খান, মিঠু খান, শাহীন মিয়া, রবিন ভূঁইয়া, নোয়াব মিয়া, শহীদ মিয়া, জাকির মিয়া, আমির হোসেন, সাদ্দাম হোসেন এবং মনির

মামলায় উল্লেখ আছে, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রিতে অনিয়মের বিষয়ে প্রতিবেদন করতে গত বৃহস্পতিবার রায়পুরার আমিরগঞ্জে যান বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার বাতেন বিপ্লব। ওই প্রতিবেদনের তথ্য সংগ্রহে সহযোগিতা করেন এসএ টিভির নরসিংদী প্রতিনিধি সজল ভূঁইয়া।

তথ্য সংগ্রহের সময় স্থানীয় অভিযোগ করেন, দরিদ্র মানুষের জন্য বরাদ্দ চাল তাদের না দিয়ে আত্মসাৱ করেছেন ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খান।

এ তথ্যের ভিত্তিতে অনিয়মের বিষয়ে চেয়ারম্যানের বক্তব্য নিতে যান সাংবাদিক সজল। ওই সময় চেয়ারম্যানের নির্দেশে তার কর্মীরা সবার সামনে দা, লাঠি, কাঠ, ছুরি, চাপাতি, বৈঠা ও রড দিয়ে সাংবাদিক সজলের নাকে-মুখে-বুকে-পিঠে এলোপাতাড়ি পিটিয়ে তাকে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এ মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ ২০ জনই পলাতক থাকায় তাদের কাউকে আটক করা যায় নি। তবে তাদের গ্রেপ্তারে গত চারদিন ধরেই অভিযান চলছে বলে জানান তনি

ঢাকাটাইমস/২৭এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :