সাবেক ইউপি সদস্যের বাড়িতে সরকারি সার-বীজ

প্রকাশ | ২৭ এপ্রিল ২০২০, ২৩:৫৭ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০, ০০:০৭

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ার নন্দীগ্রামে সাবেক ইউপি সদস্যর বাড়ি থেকে কৃষি প্রণোদনার ৬৬ বস্তা সার ও ৫১ বস্তা উচ্চ ফলনশীল ধানের বীজ জব্দ করেছে উপজেলা প্রশাসন।  সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দলগাছা গ্রামের সাবেক ইউপি সদস্য মেহেদি হাসান পুলুর বাড়িতে অভিযান চালিয়ে এই সার-বীজ জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে বিতরণকৃত সার-বীজ কালো বাজারে কিনে মজুত করার অভিযোগে পুলুর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ৪৪ বস্তা ডিএপি ও ২২ বস্তা এমওপি সার এবং ৫১ বস্তা উচ্চ ফলনশীল ব্রিধান-৪৮ ধানের বীজ জব্দ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেদি হাসান পুলুর বাড়িতে অভিযান চালিয়ে কালো বাজারে কেনা কৃষি প্রনোদনার সার-বীজ জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/কেএম)