যশোরে তিন চিকিৎসকসহ ১০ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২০, ১৫:৪৯

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে আরো ১৮ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দুটি জেলার মোট ৭২ জনের নমুনা পরীক্ষায় ১৮ রোগীর কোভিড-১৯ শনাক্ত হয়। এর মধ্যে যশোরে ৪৭ জনের নমুনায় তিনজন চিকিৎসক ও তিনজন সেবিকাসহ ১০ জন এবং ঝিনাইদহের ২৩টি নমুনায় আটজনের । করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেনোম সেন্টারের সহকারি পরিচালক প্রফেসর ড. ইকবাল কবির জাহিদ জানান, এদিন নড়াইল জেলার দুটি নমুনা পরীক্ষা করলে ফলাফল নেগেটিভ পাওয়া যায়।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, যশোর জেলায় আক্রান্ত ১০ জনের মধ্যে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসকসহ চারজন ও চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সেবিকা, পৌর শহরের কারিগর পাড়ার একজন নারী গার্মেন্টসকর্মী, বাঘারপাড়া উপজেলার মহিরণ গ্রামের একজন বাসিন্দা, খুলনা সরকারি বিএল কলেজের একজন ছাত্র ও যশোর সদর উপজেলার একজন রয়েছেন।

সিভিল সার্জন জানান, এ পর্যন্ত যশোর জেলায় মোট ৪৪ জন করোনা রোগী শনাক্ত হলো।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :