বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লকডাউন

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৬:২১ | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২০, ১৬:১৫

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় নতুন করে চার জন করোনা রোগীর শনাক্ত হয়েছে। এর মধ্যে তিন জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী। তাদের আইসোলেশনে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন করা হয়েছে।

সুনামগঞ্জ সিভিল সার্জন শামসুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তিন দিনের মধ্যে হাসপাতালের কর্তব্যরত সবার নমুনা সংগ্রহ করা হবে। ফলাফল আসার পর পরিস্থিতি বুঝে লকডাউন খুলে দেওয়া হবে।

সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নমুনা পরীক্ষায় বিশ্বম্ভরপুর উপজেলার চার জনের করোনা পজেটিভ আসে।

হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, পুরো সিলেট বিভাগের ১৮০ জনের করোনা পরীক্ষায় ১৩ জনের পজেটিভ আসে। এর মধ্যে সিলেট জেলার দুই জন ও সুনামগঞ্জ জেলার ১১ জন। এ ১১ জনের মধ্যে বিশ্বম্ভরপুর উপজেলার চার জন, দোয়ারাবাজার উপজেলার তিন জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দুই জন, জগন্নাথপুরের একজন এবং সুনামগঞ্জ সদর উপজেলার একজন। নতুন ১১ জনসহ সুনামগঞ্জ জেলায় মোট ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

ঢাকাটাইমস/২৮এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :