রায়পুরে প্রথম করোনা উপসর্গে প্রবাসীর মৃত্যু

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২০, ১৬:৩২

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

লক্ষ্মীপুরের রায়পুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বাড়ির চার পরিবারকে লকডাউন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বামনী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খায়েরহাট এলাকার খালাজি বাড়িতে তার মৃত্যু হয়। দুপুর ২টায় ওই মৃত ব্যক্তিকে একটি সংস্থার উদ্যোগে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বাহারুল আলম বলেন, গত ২৪ এপিল ঢাকা থেকে বাড়িতে এসে তিনি জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হন ও পা ফুলে যায়। এ সংবাদ পেয়ে ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার ভোরে তিনি মারা যান। পরীক্ষার জন্য তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

এলাকাবাসী জানান, মৃত রফিক উল্যা (৬৬) ওমান প্রবাসী ছিলেন। গত কয়েকদিন ধরে বাড়িতে দ্বিতল ভবন নির্মাণের সময় গোসল বেশি করার কারণে জ্বর, কাশি হয় ও পা ফুলে যায়। রায়পুরে ডাক্তারদের পরীক্ষা দেরিতে হওয়ায় ২৪ এপ্রিল বাড়ি থেকে ঢাকায় যান তিনি। চিকিৎসকের নির্দেশে ২৫ এপ্রিল ঢাকা থেকে এসেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/কেএম)