কলাপাড়ায় কৃষকের ধান কেটে দিয়েছে শ্রমিকলীগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২০, ২১:৪২

কৃষকের ধান কেটে দিয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিকলীগের নেতারা। মঙ্গলবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামের কৃষক বাবুল মুন্সির প্রায় দুই একর জমির ধান কেটে ঘরে তুলে দেন তারা।

কৃষক বাবুল মুন্সি বলেন, ‘করোনা পরিস্থিতিতে আমি কর্মহীন হয়ে পড়েছি। তাই অর্থের অভাবে শ্রমিক রেখে ধান কাটতে পারছিলাম না। শ্রমিকলীগের সভাপতি স্বপন হাওলাদারের নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী আমার জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে।’

উপজেলা শ্রমিকলীগের সভাপতি স্বপন হাওলাদার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও সাংসদ মহিববুর রহমানের অনুপ্রেরণায় কৃষকদের ধান কাটার কাজে সহযোগীতা করছেন তারা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সকল কৃষকের জমির ধান ঘরে তোলা শেষ না হওয়া পর্যন্ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/২৮এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :