প্রবাসীর ফোনে শিশুর দুধ কিনতে টাকা পাঠালেন সাংসদ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২০, ২২:৩৭

চাঁদপুরের হাজীগঞ্জে সৌদি প্রবাসীর ফোন পেয়ে শিশু বাচ্চার জন্য দুধ কিনতে টাকা ও খাদ্য সহায়তা পাঠিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম।

মঙ্গলবার বিকালে সাংসদের পক্ষে রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম মানিক কালচোঁ উত্তর ইউনিয়নের সাকসিপাড়া গ্রামের সৌদি প্রবাসী রিপনের বাড়িতে তার স্ত্রী ফরিদার হাতে চাল, তেল, সাবান, লবন, মরিচ, হলুদ, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং বাচ্চার দুধ কেনার জন্য নগদ টাকা তুলে দেন।

মেজর (অব.) রফিকুল ইসলাম জানান, সৌদি আরব থেকে রিপন নামে এক ব্যক্তি ফোন করে তার অসহায়ত্বের কথা জানান। প্রায় একমাসের বেশি সময় ধরে তারা লকডাউনে আছে। বাড়িতে টাকা পাঠাতে পারছে না। স্ত্রী-সন্তানরা কষ্টে আছে। তার কথা শুনেই আমি রামপুরের ব্যবসায়ী মানিকের মাধ্যমে তাদের পরিবারের জন্য অর্থ ও খাদ্য সহায়তা পাঠিয়েছি।

তিনি জানান হাজীগঞ্জ ও শাহরাস্তিতে এমন হাজার হাজার লোককে আমিসহ আমার নেতাকর্মীরা খাদ্য সহায়তা প্রদান করছে। এ বিপদের মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব ও কর্তব্য।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :