জামালপুরে সিভিল সার্জনসহ ছয়জন করোনায় আক্রান্ত

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২০, ২৩:০৮

জামালপুরে সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমানসহ ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের পিসিআর ল্যাবের রিপোর্টে জামালপুরের সিভিল সার্জন ও দুই চিকিৎসকসহ ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ছাড়াও শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে কর্তব্য পালন শেষে ফেরা একজন চিকিৎসক ও বাশচরা ইউনিয়নে বসবাসকারী দুই চাচাতো ভাই এবং একই ইউনিয়নের এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান তার নিজ কার্যালয়ের বিশ্রাম কক্ষে হোম আইসোলেশনে রয়েছেন। আক্রান্ত বাকি দুই চিকিৎসক নিজ বাসায় হোম আইসোলেশনে থাকবেন।

বাশচড়া ইউনিয়নে আক্রান্ত তিনজনকে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জামালপুর সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহানুর রহমান।

এ নিয়ে জেলায় নয় চিকিৎসকসহ ২৪ জন নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। জেলায় অর্ধেকেরও বেশি স্বাস্থ্য কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত হওয়ায় স্থানীয় স্বাস্থ্য বিভাগে অস্থিরতা বিরাজ করছে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক চিকিৎসা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

জামালপুরে এ পর্যন্ত সিভিল সার্জন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মাঝে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। দুই নারীর মৃত্যুর পর তাদের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :