ফরিদপুরে প্রধানমন্ত্রী মানবিক সহায়তা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০, ১৫:৩২

দেশে করোনাভাইরাসের কারণে কর্মহীন ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ মানবিক সহায়তা প্রদান শুরু হয়েছে। ফরিদপুর সদর উপজেলায় ডিক্রীচর ইউনিয়নে হতদরিদ্রদের এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের অধিনে প্রতিবন্ধীদের এই সহায়তা প্রদান করা হয়।

প্রত্যেক পরিবারকে চাল, আলু, ডাল, আটা, লবন ও একটি সাবান দেয়া হয়েছে। এই উপহারপ্রাপ্তদের এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট কার্ড করে দেয়া হয়েছে।

বুধবার দুপুরে ফরিদপুর জেলা সমাজ সমাজ সেবা অধিদপ্তরের এই কার্যক্রমের উদ্বোধন করে জেলা প্রশাসক অতুল সরকার।

এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবা বিভাগের উপপরিচালক এএসএম আলী আহসান, সহকারী পরিচালক নূরুল হুদা প্রমুখ।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে আটশ পরিবারের মাঝে উপহার তুলে দেয়া হবে বলে জানান সহকারী পরিচালক নূরুল হুদা।

অন্যদিকে, সদর উপজেলার ডিক্রীচর ইউনিয়ন পরিষদে তিনশ হতদরিদ্র পরিবারের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা, ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু।

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের দুর্দশা লাঘবের লক্ষ্যে প্রধানমন্ত্রীর তহবিল হতে মানবিক সহায়তাস্বরূপ এই উপহার প্রদান করা হচ্ছে। এই সহায়তা জেলার নয় উপজেলাতে দেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :