যশোরে সাংবাদিকসহ আরও ১১ জন করোনা রোগী শনাক্ত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০, ১৯:৫৫

যশোরে সাংবাদিকসহ আরও ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে। এ নিয়ে জেলায় এর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের পরীক্ষাগারের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারপারসন শিরিন নিগার জানান, বুধবার বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ১১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোরের ৬৫টি নমুনা পরীক্ষা করে ১১টির পজেটিভ এসেছে। বাকি ৪৮টি নমুনা ঝিনাইদহ, মাগুরা ও নড়াইলের। এর সবকটিতেই করোনা নেগেটিভ এসেছে।

জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, জেলায় নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার চার জন, কেশবপুর উপজেলার দুই জন, মণিরামপুরের চার জন এবং চৌগাছার একজন।

এর মধ্যে চৌগাছা উপজেলার একজন চিকিৎসক, মণিরামপুরের চার জন হাসপাতালের স্টাফ ও কেশবপুরের দুইজন স্বাস্থ্যকর্মী। এছাড়া সদর উপজেলার একজন সাংবাদিক রয়েছেন। তিনি শহরের পোস্ট অফিস পাড়ায় থাকেন।

ঢাকাটাইমস/২৯এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :