পাঁচজনের করোনা শনাক্ত, নাটোরের সিংড়া লকডাউন

প্রকাশ | ২৯ এপ্রিল ২০২০, ২০:০৭

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনাভাইরাস প্রতিরোধে নাটোরের সিংড়া উপজেলাকে বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু এক গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু জানান, উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন অবরুদ্ধ থাকবে। সিংড়া উপজেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অন্য কোন এলাকা হতে সিংড়া উপজেলায় প্রবেশ করতে বা অন্য কোন স্থানে গমন করতে পারবেন না। উপজেলায় যাতায়াত ক্ষেত্রেও এইরূপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম পূর্বের মত বন্ধ থাকবে।  আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এদিকে মঙ্গলবার শনাক্ত রোগীদের পরিবারের সদস্যদের বুধবার সকাল থেকে নমুনা সংগ্রহ ও তাদের বাড়ি লাল পতাকা দিয়ে ও লকডাউন বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তির আশে পাশের পাঁচটি বাড়িও লকডাউন করা হয়েছে। পুলিশ ও স্বেচ্ছাসেবীরা এসব বাড়ি পর্যবেক্ষণে রেখেছেন। আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে রেখে চিকিৎসা চলছে। শনাক্ত হওয়া মৃত ব্যক্তির দাফন কাফনে যারা অংশ নিয়েছিলেন, তাদের ২২ জনকে শনাক্ত করে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পাশাপাশি সকলকে হ্যান্ড মাইকে সচেতন করা হচ্ছে।

এদিকে মঙ্গলবার রাত থেকেই মাইকিং করে সকল প্রকার দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএ)