নীলফামারীর কিশোরগঞ্জে করোনায় প্রথম মৃত্যু

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০, ২১:৫১

করোনায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গোলাম মোস্তফা নামে এক ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরে করোনা ছিল বলে মঙ্গলবার ফলাফল আসে। মৃত ব্যক্তির গ্রামটি লকডাউন করেছে প্রশাসন।

উপজেলার বড়ভিটা ইউনিয়নের সোহরাব মাস্টারের পাড়ার আবদুর রহমানের ছেলে গোলাম মোস্তফা (৬২) অসুস্থ হলে তাকে গত ২৫ এপ্রিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে ২৬ এপ্রিল নমুনা সংগ্রহ করা হয় এবং ওই দিনেই তার মৃত্যু হয়। তার নমুনার ফলাফল মঙ্গলবার রাতে পজেটিভ আসে। চিকিৎসারত অবস্থায় গোলাম মোস্তফার সঙ্গে তার দুই ছেলে ছিল। তারা দুজনই ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর রংপুর থেকে আমাকে বিষয়টি নিশ্চিত করা হয়। তার সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনে নেয়া হবে। ওই গ্রামটি লকডাউন করা হয়েছে। এছাড়া যারা জানাযা ও দাফনে অংশগ্রহণ করেছেন তাদের কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :