ফেনীতে করোনা আক্রান্ত নারীর চিকিৎসা বাড়িতেই

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০, ২২:০৫

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর আলামপুরে করোনায় শনাক্ত হওয়া নারীকে বাড়িতেই চিকিৎসা দেয়া হবে। সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন ঢাকাটাইমসকে এ তথ্য জানিয়েছেন তিনি।

ডা. সাজ্জাদ হোসেন জানান, করোনা আক্রান্ত নারীর স্বামী ক্যান্সার আক্রান্ত। তার পরিবারে কেউ না থাকায় ট্রমা সেন্টারের।আইসোলেশনে আনা হচ্ছে না। রোগীর অবস্থা দেখে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য বিভাগের লোকজন বাড়ি গিয়ে চিকিৎসা দেবেন।

উপজেলা নির্বাাহী কর্মকর্তা রবিউল হোসেন ঢাকাটাইমসকে জানান, করোনা আক্রান্ত নারীর বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। ওই বাড়ি গ্রাম পুলিশ পাহারা দিচ্ছে। পুলিশ এলাকায় টহলে নিয়োজিত থাকবে।

জায়লস্কর ইউনিয়ন পরিষদ চেয়ারমান মামুনুর রশিদ মিলন ঢাকাটাইমসকে বলেন, ওই নারীর পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হবে।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :