কুষ্টিয়ায় নতুন পাঁচ করোনা রোগী

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০, ২২:৫৬

কুষ্টিয়ার ৬টি উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৭৬ জন ব্যক্তির শরীরের নমুনা নিয়ে করোনা ভাইরাসের উপস্থিতি আছে কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৬২ জনের নমুনার পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নজরুল মুনির।

তিনি জানান, ২২ এপ্রিল থেকে কুষ্টিয়ায় মোট ১৬ জনের দেহে কোভিড শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার ৫ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।

এর মধ্যে কুষ্টিয়ার মিরপুরে একজন, ভেড়ামারায় একজন, কুমারখালীতে দুইজন, এবং কুষ্টিয়ায় আইসোলেশনে চিকিৎসাধীন থাকা একজন।

এর বাইরে ঢাকা থেকে আসা আরো ২ জন রোগী কুষ্টিয়া এফডাবলুভিটিআই-এর আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :