জামালপুরে এফবিসিসিআই’র পক্ষ থেকে সুরক্ষাসামগ্রী বিতরণ

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০, ২৩:০৬

জামালপুরে এফবিসিসিআই’র পক্ষ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিমের প্রেরিত সুরক্ষাসামগ্রী বুধবার বিকালে জামালপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজাউল করিম রেজনু তার নিজ বাসায় স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করেন।

এসময় জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান সোহান সুরক্ষাসামগ্রীগুলো গ্রহণ করেন।

সুরক্ষাসামগ্রীতে ২৫টি উন্নতমানের পিপিই ও ৫০টি মাস্ক দেওয়া হয়।

জামালপুর চেম্বার অব কমার্সের সভাপতি ও এফবিসিসিআই’র সহসভাপতি রেজাউল করিম রেজনু জানান, এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিমের পক্ষ থেকে এই সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাভাইরাসের কারণে দেশের এই ক্রান্তিকালে চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই পিপিই ও মাস্ক দেওয়া হয়েছে। পরবর্তীতে সহায়তার পরিমাণ আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :