করোনা: ইতালিতে বেড়ে আবার কমলো মৃত্যুর সংখ্যা

কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো
| আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২৩:৫৯ | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০, ২৩:৪৩

চীনের উহান থেকে শুরু হওয়া করোনাভাইরাসে বিপর্যস্থ ইতালি। কয়েক দিন ধরে মৃত্যুর সংখ্যা এবং আক্রান্ত সংখ্যা বাড়ার পর বুধবার আবার কিছুটা কমেছে। মৃত্যু সংখ্যা কিছুটা কমায় আশার আলো দেখছে ইতালির ছয় কোটি মানুষ। বুধবার মারা গেছে ৩২৩ জন। মঙ্গলবার এ সংখ্যা ছিল ৩৮২ জন।

জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। এ নিয়ে ইতালিতে মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৬৮২ জন। গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৩১১ জন। মঙ্গলবার নতুন আক্রান্ত দুই হাজার ৮৬ জন।

দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা এক হাজার ৭৯৫ জন, যা গতকালের চেয়ে ৬৮ জন কম। মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা এক লাখ চার হাজার ৬৫৭ জন এবং দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দুই লাখ তিন হাজার ৫৯১ জন। নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জনগণকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ফলে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ২৫২ জন।

ইতালির ২১ অঞ্চলের মধ্যে লোম্বারদিয়ায় করোনার সবচেয়ে বেশি আক্রান্ত মিলান, বেরগামো, ব্রেসিয়া, ক্রেমনাসহ ১১টি প্রদেশ। বুধবার এ অঞ্চলে মারা গেছেন ১০২ জন। শুধু এ অঞ্চলেই মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩ হাজার ৬৭৯ জনে দাঁড়িয়েছে। এ অঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ১৩৪ জন। বুধবার মোট আক্রান্তের সংখ্যা ৭৮৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬৪ জন।

এদিকে ইতালিতে লকডাউন শিথিলের অংশ হিসেবে দেশটিতে ৪ মে থেকে উৎপাদন শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকান পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। তবে আপাতত সীমিত আকারে খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান বলেন, যে ব্যক্তি ইতালিকে ভালোবাসেন, তিনি অবশ্যই সব বিধিনিষেধ মেনে চলবেন। তিনি বলেন, অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। আগের মতো অনেকটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন। তবে এক শহর থেকে অন্য শহরে যেতে স্ব ঘোষিত-সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে।

এদিকে দেশের সুপারসপগুলোতে প্রতিটা মাস্কের দাম ৫০ সেন্ট করে ধার্য করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

মধ্যপ্রাচ্যে বৈরী আবহাওয়া: আকস্মিক বন্যার পেছনে আছে কৃত্রিম বৃষ্টিপাতেরও ভূমিকা

তিন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলি সেনাবাহিনীর, পাল্টা হামলা হিজবুল্লার

শিগগির পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

ইউক্রেন যুদ্ধে ৫০ হাজারের বেশি রুশ সেনা নিহত

মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে ৩৪ কোটি রুপির তহবিল

মোদিকে নির্বাচনে নিষিদ্ধ করার দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা

ইসরায়েলে ইরানি হামলার জন্য দায়ী নেতানিয়াহু: এরদোয়ান

কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি সু চি 

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আরব আমিরাত, ওমানে বন্যায় ১৮ জনের মৃত্যু  

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইইউ

এই বিভাগের সব খবর

শিরোনাম :