কবিতা

মানবিক ধর্ম

প্রকাশ | ৩০ এপ্রিল ২০২০, ১১:৫৯

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

বিত্তবানেরা এসো একে একে এগিয়ে

দুস্থের ঘরে দাও খাদ্য,

 খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে পানাহার

দিয়ে এসো যার যেটা সাধ্য।

 

নিজে নিরাপদে থেকে পীড়িতকে দাও সেবা

মানবতা বোধে হও দৃপ্ত,

আর কতো নিজ ধনে নিজ পরিবার নিয়ে

আত্ম-আরামে রবে লিপ্ত

 

বিত্তের বাহাদুরি একদিন ঘুচে যাবে

ঘুচে যাবে পদবীর ক্ষমতা,

থাকবে না ভেদাভেদ উচ্চ ও তুচ্ছে

মৃত্যুই আনবে সে সমতা।

 

নির্ধন নিঃস্বের সাথি হলে আমরা

দুর্যোগে নিয়ে সহমর্ম,

মমতার মহিমায় তবে হবে পূর্ণ

স্বীকৃত মানবিক ধর্ম।