কৃষকের ধান কেটে দিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২০, ২০:১২

চুয়াডাঙ্গায় দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরি জিপু। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বেলগাছি গ্রামের কুমোরগাড়ির মাঠে লাল্টু আলীর ক্ষেতের ধান কেটে দেন তিনি। এসময় তার সঙ্গে জেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতারাও ধান কাটায় অংশ নেন।

মেয়র ওবায়দুর রহমান চৌধুরি জিপু জানান, করোনার প্রভাবে দরিদ্র কৃষকরা পড়েছে অভাবে। ক্ষেতের ধান পরিপক্ক হলেও শ্রমিক ও খরচের অভাবে ধান কাটতে পারছে না তারা। তাই ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাদের সমন্বয়ে লাল্টু আলী নামের ওই দরিদ্র কৃষকের একখণ্ড জমির ধান কেটে বাড়ি পৌছেঁ দেওয়া হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ধান কাটা কাজে আরও অংশ নেন- জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, ছাত্রলীগ নেতা ইমদাদুল হক সজল, সুমন রেজা, ইমরান আহমেদ ও সেচ্ছাসেবকলীগ নেতা মাফিজুর রহমান মাফি প্রমুখ।

ঢাকাটাইমস/৩০এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :