ফরিদপুরে মাদ্রাসা শিক্ষার্থীসহ আরও দুই করোনা রোগী শনাক্ত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২০, ২১:৩২

ফরিদপুরে মাদ্রাসা শিক্ষার্থীসহ আরও দুই জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব থেকে এ তথ্য জানানো হয়। এ নিয়ে ফরিদপুর ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান।

তিনি জানান, রওহান শেখ (২০) নামে করোনায় আক্রান্ত ওই মাদ্রাসা শিক্ষার্থী জেলার বাড়ি বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে। তিনি ঢাকার কামরাঙ্গিরচরে একটি মাদ্রাসায় পড়েন। মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ায় আক্রান্ত এ শিক্ষার্থীসহ আরও সাত জন গত ২২ এপ্রিল বাড়ি ফেরেন। তাদের সবারই নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এর মধ্যে ওই শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়।

নতুন আক্রান্ত অন্যজন আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেড় গ্রামের রেজাউল করিম (৪৮) । সে ঢাকা একটি কোম্পানিতে চাকরি করতেন।

তাদের যত দ্রুত সম্ভব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা বিশেষায়িত ইউনিটে নিয়ে আসা হবে বলে জানান সিভিল সার্জন।

ঢাকাটাইমস/৩০এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :