কোরিয়া প্রবাসীদের পিপিই কিশোরগঞ্জের সিভিল সার্জনকে হস্তান্তর

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২০, ২৩:৫০

প্রবাসীরা দেশে না থাকলেও সবসময় তাদের মন কাঁদে দেশের জন্য। তাইতো দেশের এই ক্রান্তিকালে কোরিয়া প্রবাসীরা চুপচাপ বসে না থেকে ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার মাধ্যমে দেশের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কোভিড-১৯ যুদ্ধের সম্মুখভাগ যোদ্ধা চিকিৎসকদের জন্য। ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া বাংলাদেশের ১২টি জেলায় পিপিই বিতরণ করেছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলায় সংগঠনটির সহসভাপতি কামরুল হাসান রাজের বড় ভাই জুবায়ের ইবনে সাঈদ কমিউনিটির পক্ষ থেকে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানের কাছে উন্নত মানের এ পিপিই হস্তান্তর করেন।

সিভিল সার্জন জানান, দক্ষিণ কোরিয়া প্রবাসীদের সহযোগিতায় বাংলাদেশিদের ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার পক্ষ হতে প্রাপ্ত ৪০টি পিপিই পেয়েছি। কোরিয়ায় অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে ধন্যবাদ জানাই।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :