ঘরোয়াভাবে পালিত হলো খাজাবাবা ফরিদপুরীর ওফাত দিবস

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মে ২০২০, ১৭:৫০

ফরিদপুরের আটরশিতে বিশ্ব জাকের মঞ্জিল দরবারের প্রতিষ্ঠাতা খাজাবাবা ফরিদপুরীর ১৯তম ওফাত দিবস এবার ঘরোয়াভাবে পালিত হয়েছে।

২০০১ সালের ৩০ এপ্রিল ঢাকার বনানী দরবার শরিফে ওফাত লাভ করেন তিনি। দিবসটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের ১ মে বিশ্ব ফাতেহা শরিফ উদযাপিত হয়। তবে এবার বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপের কারণে ঘরোয়াভাবেই দিবসটি পালিত হয়।

খাজাবাবা ফরিদপুরীর স্থলাভিষিক্ত হযরত মিয়া ভাইজান মুজাদ্দেদী ছাহেবের প্রতিনিধি খাজা সাইফুল ইসলাম জামি মুজাদ্দেদীর নির্দেশে এবার বিশ্ব ফাতেহা শরিফের অনুষ্ঠান সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে বলে জানান বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী বাহিনীর ফরিদপুর বিভাগীয় প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী।

তিনি জানান, সাধারণ জাকেররা রওজা শরিফ জেয়ারতের উদ্দেশ্যে ঘরোয়াভাবে নফল নামাজ আদায়, ফাতেহা শরিফ পাঠ ও জিকির-আজকারের পর দোয়ার মাধ্যমে ছওয়াব রেছানি করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে ফাতেহা শরিফ উদযাপনের নতুন তারিখ ঘোষণা করা হবে।

(ঢাকাটাইমস/১মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :